ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা।
নমস্তসৈ নমস্তসৈ নমস্তসৈ নমো নমঃ।।
সবিনয় নিবেদন,
বাঙালির বারো মাসে তেরো পার্বনের মধ্যে, শারদ উৎসবের স্থান সবার ওপরে। বাঙালির কাছে এই উৎসব ঐতিহ্য ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ। এই উপলক্ষ্যে অনুষ্ঠিত মাতৃ পূজা আসলে মানুষের পূজা। শারদ উৎসবের আনন্দ যজ্ঞে তাই সবার নিমন্ত্রণ।
২১শে অশ্বিন, ১৪৩১ (ইং ৮ই অক্টোবর, ২০২৪), মঙ্গলবার হইতে ২৬শে অশ্বিন ১৪৩১ (ইং ১৩ই অক্টোবর, ২০২৪) রবিবার পর্যন্ত শ্রীশ্রী শারদীয়া দুর্গাপূজা এবং ১৪ই কার্ত্তিক, ১৪৩১ (ইং ৩১শে অক্টোবর, ২০২৪), বৃহস্পতিবার শ্রীশ্রী কালীপূজার আওয়োজন করেছে “পূর্বাচল পূজা সমিতি”।
এই আনন্দ আয়োজন সার্থক করতে সবাই আসুন পূজা মণ্ডপ।
Dear Members & Friends,
We, on behalf of Purbachal Puja Samiti solicit your gracious presence with your family and friends to celebrate 34th year of Durgapuja from Tuesday, 08th October, 2024 to Sunday 13th October, 2024 and Kalipuja on Thursday 31st October, 2024 at the Puja Park, adjacent to Swati Apartment, I.P. Extn, Patparganj, New Delhi.
Thanks for your valuable cooperation and support that we have been receiving over the years, our Puja Celebrations have grown from strength to strength.
Please join us in enhancing the spirit of harmony and joy of togetherness.